ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


আরও ভয়াবহ হচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি


২৮ আগস্ট ২০২৫ ১১:২৫

সংগৃহীত

আরও ভয়াবহ হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। অতি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব প্রদেশে। এদিকে কাশ্মিরে তিন নদীর সবগুলো বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে আরও বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে।

 

এরইমধ্যে প্লাবিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বহু স্বেচ্ছসেবী সংগঠন।

 

সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, দুই লাখেরও বেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় লাখেরও বেশি মানুষ।

 

আগামী ১২ থেকে ২৪ ঘণ্টায় পাঞ্জাব ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

এদিকে, ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরও। ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে চেনাব, ঝিলামসহ আরও কয়েকটি নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।