ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


গাজা ইস্যুতে আবারও সোচ্চার হলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা


১৩ আগস্ট ২০২৫ ১৩:০০

সংগৃহীত

গাজা ইস্যুতে আবারও সোচ্চার হলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা।

 

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, গাজার নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের সবার মানবিকতার দরজা খুলে দিতে হবে।

 

ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে মূলত পোপ লিও চতুর্দশের উদ্দেশ্যে লেখেন ম্যাডোনা। এতে পোপকে গাজা সফরে যাওয়ার অনুরোধ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। আহ্বান জানান, আরও দেরি হওয়ার আগেই যেন গাজায় যান তিনি এবং উপত্যকার শিশুদের কাছে আলো পৌঁছে দেন। এ সময়, একজন মা হিসেবে শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।

 

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন ম্যাডোনা। এর আগে, একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতেও শোনা যায় তাকে।