ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ভারতীয়দের ‘ড্রপবক্স স্লট’ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র


১১ আগস্ট ২০২৫ ১৪:৪৬

সংগৃহীত

ভারতে আগস্ট-সেপ্টেম্বর মাসের মার্কিন ভিসার সব ড্রপবক্স স্লট হঠাৎ বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটগুলো। এতে হাজারো ভিসাপ্রত্যাশী, বিশেষ করে যারা ভিসা নবায়নের জন্য অপেক্ষা করছিলেন, বড় সমস্যায় পড়েছেন। ড্রপবক্স বা ভিসা ইন্টারভিউ ওয়েভার পদ্ধতিতে সাধারণত যোগ্য আবেদনকারীদের কনস্যুলেটে গিয়ে সাক্ষাৎকার দিতে হয় না। কিন্তু নতুন নিয়মে এইচ, এল, এফ, এম, জে, ই ও ও ভিসাধারীদের জন্য এই সুবিধা বন্ধ হয়ে গেছে এবং সবাইকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে। জুলাইয়ের নীতি পরিবর্তনের পর আগস্ট-সেপ্টেম্বরের জন্য কোনো নতুন স্লট খোলা হয়নি।