ইমরান খানের আপিল প্রক্রিয়া বানচালের অভিযোগ আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলীমা খান আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে তার ভাইয়ের আইনি সহায়তা প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছেন। এ বিষয়ে তিনি ইসলামাবাদ হাইকোর্টে সংবিধানের ১৯৯ অনুচ্ছেদের অধীনে একটি রিট আবেদন দায়ের করেছেন।
শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।