ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি: ট্রাম্প


৫ জুলাই ২০২৫ ১৫:১৯

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। 

 

স্থানীয় সময় শুক্রবার (১১ জুন) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন তেহরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেওয়া হয়েছে তবে ইরান তা অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে।

 

ট্রাম্প আরও জানান, তিনি সোমবার হোয়াইট হাউসে আসন্ন বৈঠকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যু নিয়ে আলোচনা করবেন।

 

এর আগে, গত বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করতে ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্য দিয়ে আইএইএর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার সম্পর্ক স্থগিত করে ইরান।