ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


১২ দিনের যুদ্ধে ইহুদিবাদী সত্ত্বা ধ্বংস হয়েছে


৩ জুলাই ২০২৫ ১২:২৪

সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তেলআবিবের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তেহরান তাদের আকাশ ও স্থল—উভয় সত্তাকেই ধ্বংস করেছে।

 

বুধবার (২ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসালায় ইসরাইলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। 

 

ইরানি স্পিকার বলেন, ‘সাহসী ইরানি সশস্ত্র বাহিনী যুদ্ধের দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে উত্তর, দক্ষিণ ও পূর্বে ইহুদিবাদী সত্তাকে ধ্বংস করেছে। ’

 

তিনি বলেন, ‘শত্রুরা ভেবেছিল ইসলামী ইরানের মহৎ জাতি বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু জাতি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং বিজয়ী হয়েছে। ’

 

স্পিকার ইরানি সশস্ত্র বাহিনীর উচ্চ-স্তরের শক্তির দিকে ইঙ্গিত করে বলেন, ‘দখলকৃত ইসরাইলের দক্ষিণে বে'র শেভাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক দুর্গে শুধুমাত্র একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, যা সশস্ত্র বাহিনীর উচ্চ-স্তরের শক্তি প্রমাণ করেছে। ’