ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল সৌদি আরব


২৮ জুন ২০২৫ ১২:২৫

সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, একমাসের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন মেয়াদ শেষ হওয়া ভিজিট ভিসাধারীরা।

 

ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে দেশটি ত্যাগ করেননি। এমন ভিসাধারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ‘ফাইনাল এক্সিট’ নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ। 

 

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ২৬ জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী একমাস চালু থাকবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে।