ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প


৭ মে ২০২৫ ১০:১৪

সংগৃহীত

প্রচ্ছদ আন্তর্জাতিক

ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

একুশে টেলিভিশন

 প্রকাশিত : ০৯:৫২, ৭ মে ২০২৫ | আপডেট: ০৯:৫৯, ৭ মে ২০২৫

 

 A- A A+

 

Ekushey Television Ltd.

 

ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই কথা লিখেছেন মার্কো রুবিও। আজ সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মি. রুবিওর সাথে কথা বলেছেন “এবং যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অবহিত করেছেন।” 

 

ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

 

“আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে” ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

রুবিও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের “আশা করি এটা দ্রুত শেষ হবে” এই মন্তব্যের পুনরাবৃত্তিই করেছেন। তিনি আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে’ তিনি ভারত পাকিস্তান দুই দেশের নেতাদের সাথেই যোগাযোগ অব্যাহত রাখবেন।

 

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ভারত আর পাকিস্তান- দুই দেশকেই শান্ত করার চেষ্টা করেছে। তবে এটা দেখার বিষয় যে ট্রাম্প প্রশাসন বিশ্বের নানা বিষয়ে জড়িয়ে থাকার মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা প্রশমনে কতটা এগিয়ে আসে।

 

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে “ ভারতের স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এর হুমকি ” সম্পর্কে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

এতে বলা হয়েছে, “ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। ”