ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


ছ’টি জায়গায় ২৪টি হামলা, আট মৃত্যু! ভারতের ‘অপারেশন সিঁদুরে’ কোথায় কত ক্ষয়ক্ষতি, বিবৃতি দিয়ে জানাল ইসলামাবাদ


৭ মে ২০২৫ ০৮:১৩

সংগৃহীত

মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। তাতে আট জনের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইসলামাবাদ। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস্-এর ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, রাত ১টা নাগাদ পাকিস্তানের মোট ছ’টি জায়গায় ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। একাধিক মহিলা, শিশুর মৃত্যুর কথাও জানিয়েছে পাকিস্তান।

 

পাক আইএসপিআর ডিজি বুধবার ভোরের সাংবাদিক বৈঠকে বলেন, “বহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে শুভান মসজিদে হামলা চালানো হয়েছে। এখানে চারটি স্ট্রাইকে পাঁচ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন বছরের শিশুও আছে। এ ছাড়া এখানে ৩১ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ছ’জন মহিলা।”

 

সূএ: আনন্দবাজার