ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


উড়ালসেতু ধসে নিহত ১


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২১

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিমবঙ্গের তারাতলা-ডায়মন্ড হারবার সড়কের মাঝেরহাট উড়ালসেতুর একাংশ হঠাৎ ভেঙে পড়েছে।

এঘটনায় ব্যপক ক্ষয়তির আশঙ্কা দেখা দিয়েছে। এ পর্যন্ত রাজ্য সরকার একজনের মৃত্যু ও ১৯ জন গুরুতর আহত হয়েছে বলে জানান। ধারনা করা হচ্ছে সেতুর নিচে বেশ কিছু মানুষ আটকে থাকতে পারে।

শিয়ালদহ বজবজ শাখার রেললাইন এই সেতুর নিচ দিয়ে গেছে । ফলে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এঘটনায় তারাতলা-ডায়মন্ড হারবার সড়কেরও যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার বিকেলে এই সেতুটি যখন বিধ্বস্ত হয় তখন ভাঙা অংশের ওপর ১টি বাস, ১টি লরি, ৫টি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ছিল। দুর্ঘটনার সময় সেতুটির নিচে বহু মানুষ অবস্থান করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এমকি এই সেতুর নিচে অনেক শ্রমিকদের বাসস্থান ছিল।

দুর্ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা কমিটির সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনাবাহিনী ও সিআইএসএফের জওয়ানরা। ক্রেন ও সরঞ্জাম দিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয় থেকে এক বার্তায় জানিয়েছেন, দ্রুতগতিতে উদ্ধারকাজ চলছে। রাজ্য সরকার আহত লোকজনের চিকিৎসার দায়িত্ব নেবে। তিনিও দার্জিলিংয়ের সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেছেন।

আইএমটি