ইহুদিদের ধর্মশালায় গোলাগুলিতে নিহত ১১

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে ইহুদিদের এক ধর্মশালায় গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই ভয়াভয় ঘটনা ঘটেছে।
পুলিশ হামলাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের সঙ্গেও সন্দেহভাজন হামলাকারী রবার্ট বাউয়ার্সের (৪৬) গুলিবিনিময় হয়।
পিটসবার্গের জননিরাপত্তা বিষয়ক প্রধান বলেন, আমার দেখা অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা; এটা এক ধরনের হেইট ক্রাইম।
পুলিশ জানান, সিনাগগ ভবনে প্রবেশ করে বন্দুকধারী চিৎকার করে বলে, সব ইহুদির মরা দরকার।
আরআইএস