ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


খাশোগিকে নিয়ে যা বললেন সালমান


২৫ অক্টোবর ২০১৮ ১৭:১৫

ছবি সংগৃহীত

নানা সমালোচনার পর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগি নিহত হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এ বিষয়ে কথা বললেন সৌদি যুবরাজ।

বুধবার দেশটির রাজধানী রিয়াদে সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনের ভাষণে মোহাম্মদ বিন সালমান বলেন, এ হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। এর কোনো যৌক্তিকতা নেই। এ অপরাধের পেছনে যারা আছে, তাদের বিচার করা হবে... শেষ পর্যন্ত ন্যায়বিচারেরই জয় হবে। এ হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে সাজা দেয়ার অঙ্গীকার করে তিনি বলেন, এ অপরাধ সব সৌদি নাগরিকের কাছেই যন্ত্রণাদায়ক।
এ সময় তুরস্কের সঙ্গে এ নিয়ে কখনও কোনো বিরোধ হবে না বলেও মন্তব্য করেন যুবরাজ সালমান।

যদিও খাশোগি খুনের ঘটনায় যুবরাজের কোনো ভূমিকা থাকার অভিযোগ সৌদি আরব অস্বীকার করেছে। এ হত্যাকাণ্ডের জন্য দুর্বৃত্ত ঘাতকদের দায়ী করেছে সৌদি।

তুরস্কের সঙ্গে বেশ ভালোভাবে সহযোগিতার মধ্য দিয়েই কাজ চলছে জানিয়ে যুবরাজ বলেন, বেদনাদায়ক এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে অনেক মানুষই সৌদি আরব আর তুরস্কের মধ্যে বিরোধ বাধানোর চেষ্টা করছে। আমি তাদের বলব যে, এ কাজে আপনারা কখনই সফল হবেন না। কোনো বিরোধ কখনও হবে না।
দুই দেশের সরকার অপরাধীদের সাজা দিতে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে এবং শেষ পর্যন্ত যে ন্যায়বিচারই জয়ী হবে তা আমরা বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দেব।


আরকেএইচ