ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের


৮ অক্টোবর ২০২৩ ০৯:১০

ছবি সংগৃহীত

সব ধরনের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছে গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের এই সংগঠনটির সহকারী প্রধান বলেছেন, সব ধরনের খারাপ পরিস্থিতির জন্যও তৈরি তারা।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ আল আরোরি বলেছেন, এখন সবকিছুই ঘটতে পারে এবং আমরা ইসারায়েলি অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত।

এই হামাস নেতার দাবি, ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে অভিযান ও আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।

হামাসের এই সহকারী প্রধান আরো বলেছেন, ‘এটা কোনো সাময়িক অভিযান নয়। আমরা আমাদের সার্বিক যুদ্ধ শুরু করেছি। আমরা লড়াই অব্যাহত রাখার প্রত্যাশা করছি। আমাদের একটাই প্রধান লক্ষ্য; আমাদের ও আমাদের পবিত্র ভূমির স্বাধীনতা। 

জয় ও স্বাধীনতা না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এই হামাস নেতা।

সূত্র: আল জাজিরা।