ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


সুদানে সেনা-আধাসামরিক বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে ৫৬


১৬ এপ্রিল ২০২৩ ১৮:০৬

আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও প্রায় ৬০০ জন।

রবিবার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালের দিকে রাজধানী খার্তুমের নিকটবর্তী শহর অমদুরমানে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় খার্তুম, অমদুরমান এবং বাহরি শহরে ব্যাপক গোলাগুলি এবং ভারি শেল নিক্ষেপের আওয়াজ শুনতে পান তারা। এ ছাড়া লোহিত সাগরের তীরবর্তী শহর পোর্ট সুদানেও ব্যাপক সংঘর্ষ হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, সুদানে ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। পরে প্রায় ১ লাখ সদস্য বিশিষ্ট দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফও অন্তবর্তী সরকার গঠনের বিষয়টি নিয়ে ক্ষমতায় ভাগ বসাতে চাইলে দুই পক্ষের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বই বর্তমানে সহিংসতায় রূপ নিয়েছে।

এদিকে সুদানের রাজধানী খার্তুমে রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইকে