ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


মিসিসিপিতে টর্নেডো, নিহতের সংখ্যা ২৬


২৬ মার্চ ২০২৩ ১৮:১৮

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন ২৬ জন। এদের মধ্যে ২৫ জন মিসিসিপির। বাকি একজন আলাবামার।

শুক্রবার (২৪ মার্চ) আঘাত হানা টর্নেডোতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখনো চলছে উদ্ধার অভিযান।

এদিকে মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর টেট রিভস ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বেশ কয়েকটি গ্রামীণ শহরেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে টর্নেডোটি। ভেঙে গেছে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মিসিসিপির কিছু এলাকায় চলছে ভারি বৃষ্টি।

এদিকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যতদিন লাগে আমরা বিধ্বস্ত এলাকায় কাজ করব। পুনরুদ্ধার প্রক্রিয়ায় সাহায্য করতে একসঙ্গে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

আইকে