ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ৫ জনের মৃত্যু : নিখোঁজ ৩৩


২৫ মার্চ ২০২৩ ১৯:৪৫

ভূমধ্যসাগর দিয়ে ইতালি প্রবেশের চেষ্টাকালে আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) তিউনিসিয়ার উপকূলে এসব নৌকা ডুবে যায়।

বিচারক ফৌজি মাসউদ জানান, তিউনিসিয়ার সাফাক্স উপকূলে নৌকাগুলো ডুবে যায়। কোস্টগার্ড ৮৪ জনকে উদ্ধার করে।

সম্প্রতি নৌকাযোগে এ ধরনের পাড়ি দেওয়ার চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী, ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অঞ্চলে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

আইকে