ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন ইমরান খান


২০ মার্চ ২০২৩ ১৭:৫৭

আদালতের নির্দেশ অমান্য করে বাসভবনে ভাঙচুর চালানোয় লাহোর পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই ভিডিও বার্তা রোববার (১৯ মার্চ) গভীর রাতে দেন তিনি। খবর রয়টার্সের।

ভিডিও বার্তায় অভিযোগ করে ইমরান বলেন, রাজধানী ইসলামাবাদে মামলার হাজিরা দিতে যান তিনি। সেই সুযোগে বুলডোজার দিয়ে তার জামান পার্কের বাড়িতে ভাঙচুর চালানো হয়। তল্লাশির নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারের পেটোয়া বাহিনী। বেধড়ক মারা হয়েছে দলীয় নেতাকর্মীদের। যা কোনভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় বহন করে না।

লাহোর হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে, এমন হুঁশিয়ারিও দেন ইমরান।

প্রসঙ্গত, আলোচিত তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেটি ঘিরেই পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।

আইকে