ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


রোজায় মুসলমানরা পাচ্ছেন ‘বিশেষ সুবিধা’, চটেছেন বিজেপি নেতারা


২০ মার্চ ২০২৩ ০৫:৪৬

রমজান মাসে মুসলমানদের প্রতি মানবিক বিষয় বিবেচনা করে ভারতের বিহার সরকার মুসলমান কর্মীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিহার সরকারের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে মুসলিম সরকারি কর্মীরা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কাজে যোগ দিতে পারেন। আবার অন্যান্য দিন যখন কাজ শেষ হয়, তার এক ঘণ্টা আগে বের হওয়ার সুযোগ পাবেন।

তবে কর্মীদের জন্য এমন মানবিক পদক্ষেপ একেবারেই ভালোভাবে নেয়নি সে রাজ্যের বিজেপি নেতারা। এই ঘোষণা শুনেই বেজায় চটেছেন তারা।

নেতাদের দাবি, ওই একইসময় হিন্দুদের ধর্মীয় উৎসব রামনবমীও পালিত হয়। তাহলে রামনবমী পালনের জন্য একই সুযোগ হিন্দুরা কেন পাবে না?

এদিকে এ বিষয়ে দাবি তুলে বিহারের বিজেপি নেতা সঞ্জয় জয়সওয়াল বলেন, হিন্দুদের জন্যও এমন নির্দেশনা জারি করুক বিহার সরকার। মুসলমান কর্মীদের মতো তাদেরও কাজের সময়ে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হোক।

আইকে