ঢাকা রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


ইকুয়েডরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু ১৩


১৯ মার্চ ২০২৩ ১৯:১৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইকুয়েডরের দক্ষিণাঞ্চল। এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। খবর রয়টার্সের।

শনিবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুরে উপকূলীয় এলাকায় অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৮। এ সময় বহু ঘরবাড়ি ভেঙ্গে পড়ে।

এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘এল ওরো’ প্রদেশ। তবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

এর আগে ২০১৬ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৭শ’ মানুষের।

আইকে