ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ বানোয়াট : ইমরান খান


১৬ মার্চ ২০২৩ ০৭:০৭

আমাকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমার বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ বানোয়াট।

তিনি বলেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিন পেয়েছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া।’

উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের নির্দেশের পর ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়। তবে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ইমরান খানকে গ্রেপ্তার করতে না পেরে তার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ।

আইকে