ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


মালাউইতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণহানি ২শ’ ছাড়ালো


১৫ মার্চ ২০২৩ ১৯:৪০

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে প্রাণহানি ২শ’ ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। ১০ জেলায় জারি করা হয়েছে জরুরি দুর্যোগপূর্ণ পরিস্থিতি। খবর রয়টার্সের।

শনিবার আঘাত হানা ঝড়ের প্রভাবে ভূমিধসের শিকার অনেক এলাকা।

এসব জেলায় নদ-নদীর পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এখনও চলছে তীব্র হাওয়া ও বৃষ্টিপাত। বিদ্যুৎহীন দেশের বেশিরভাগ অঞ্চল। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। ভেঙে পড়েছে সেতু, রাস্তাঘাট। ভারি বৃষ্টির কারণে ত্রাণ ও উদ্ধারে ব্যবহার করা যাচ্ছে না হেলিকপ্টারও।

আইকে