ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


তুরস্কে আবারও ভূমিকম্প, নিহত অন্তত ৪


২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০৮

তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, দেশটির মেলাটিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৫ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানায়, ৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ভূমিকম্প কবলিত অঞ্চলে প্রায় ১০ হাজার আফটারশক হয়েছে।

সূত্র : আল অ্যারাবিয়া