ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


পাকিস্তানে নিহত বেড়ে ৯০, লক্ষ্য ছিল পুলিশ


১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৯

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলের পেশোয়ারের মসজিদে সোমবার ভয়াবহ বোমা হামলার এখন পর্যন্ত ৯০ জন নিহতের খবর পাওয়া গেছে।

বার্তাসংস্থা এএফপিকে পেশোয়ার হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান অন্তত ৯০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ আসছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

উদ্ধারকারী সংগঠন ১১২২ এর মুখপাত্র আহমেদ ফাইজি এএফপিকে সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, আজ আমরা ধসে পড়া ছাদের শেষ অংশটি সরানোর চেষ্টা করব যেন আরও দেহ উদ্ধার করতে পারি। ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।

গতকাল সোমবার ওই মসজিদটিতে জোহরের নামাজ শুরু হওয়া মাত্র বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পুলিশ সদস্যরা নামাজ আদায় করতেন। মূলত পুলিশকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়।

এটা পেঁতে রাখা বিস্ফোরণ নাকি আত্মঘাতী হামলা পুলিশ এখনও সেটা জানায়নি। তবে জানিয়েছে, বিস্ফোরকের গন্ধ পাওয়া গেছে। যে মসজিদে হামলা হয়েছে সেখানে ৩০০ থেকে ৩৫০ জন নামাজ আদায় করতো। সূত্র: ডন

আইকে