ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১


৩০ জানুয়ারী ২০২৩ ০০:৫৪

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এসময় দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। কিন্তু দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়।

এদিকে লাশগুলো শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম।

আইকে