ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


কেনিয়া-উগাণ্ডা সীমান্তে বাস খাদে পড়ে নিহত ২১


১০ জানুয়ারী ২০২৩ ০২:১৪

কেনিয়া-উগাণ্ডা সীমান্তে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২১ আরোহী। এতে আরও ৪৯ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার ঘটে এ দুর্ঘটনা।

পুলিশ জানায়, এমবালে শহর থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিলো বাসটি। কিন্তু উগান্ডার সীমান্তচৌকি পার হওয়ার পরই হয় দুর্ঘটনা।

প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে প্রচণ্ড গতিতে চলছিলো বাস। চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই বাসটি পাশের খাদে পড়ে যায়। নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক এবং ৮ জন উগান্ডার বাসিন্দা।

দেশটির পুলিশের তথ্য অনুসারে, বেপরোয়া গতির কারণে বছরের প্রথম তিন দিনেই ১০৪টি ছোট-বড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আহতের সংখ্যা ১১৪।

আইকে