ড্রাগ লর্ড এল চ্যাপোর ছেলে গ্রেফতারের ঘটনায় উত্তাল মেক্সিকো, নিহত ২৯

কুখ্যাত মাদক ড্রাগ লর্ড এল চ্যাপোর ছেলেকে গ্রেফতারের ঘটনায় উত্তাল মেক্সিকো। দেশটির বিভিন্ন স্থানে চলছে সংঘাত-সহিংসতা।
হামলা চালানো হয় বিমানবন্দরসহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায়। এ সময় সামরিক বাহিনীর সদস্যদের সাথে গ্যাং মেম্বারদের গোলাগুলিতে নিহত হয়েছে অন্তত ২৯ জন। যার মধ্যে ১০ জনই সামরিক বাহিনীর সদস্য।
এ পরিস্থিতিতে জরুরি নিরাপত্তা বৈঠকে বসে মেক্সিকো সরকার। এ সময় নিহত সেনা সদস্যদের আত্মার জন্য শান্তি কামনা করেন প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির সরকার প্রধান।
আইকে