সোমালিয়ায় ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ৩৫

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় একই পরিবারের আটজনসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। খবর বিবিসির।
বুধবার (৪ জানুয়ারি) দেশটির মাহাস শহরে আল শাবাব জঙ্গিদের দুটি গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো গত বছর বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল থেকে তাদের সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলা চালাচ্ছে তারা।
হিরশাবেল প্রদেশ পুলিশের উপ-কমিশনার হাসান কাফি মোহাম্মদ ইব্রাহিম জানান, মৃতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তারা নারী ও শিশু। দুটি আত্মঘাতী গাড়িবোমা অনেক বেসামরিক বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে।
উল্লেখ্য, ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার অনুসারী আল শাবাব।
আইকে