ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


মিয়ানমারকে কঠিন জবাব দেবে রয়টার্স


৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৪

মিয়ায়নমারে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্থার প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার। মিথ্যা অভিযোগে দুই সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে। এর জন্য দেশটিকে কঠিন জবাব দেয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সোমবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান রয়টার্স প্রধান।

এর আগে এদিন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউ (২৮) কে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানোর সময় গত ডিসেম্বরে তারা গ্রেপ্তার হন।

রয়টার্স সম্পাদক বলেন, ‘ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউয়ের সঙ্গে হওয়া এই অবিচার ভোগ করার জন্য আমরা অপেক্ষা করব না। ভবিষ্যতে কীভাবে কী করণীয় তা নির্ণয় করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামের সহায়তা চাওয়া হবে।’

স্টিফেন জে অ্যাডলার বলেন, ‘আজকের দিনটি মিয়ানমারের জন্য, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ এবং বিশ্বের গণমাধ্যমের জন্য দুঃখের একটি দিন।’ তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগে ঝানু এই দুই সাংবাদিক এরই মধ্যে প্রায় নয় মাস কারাগারে কাটিয়েছেন। এ দুজনের সাংবাদিকতা বন্ধ করে দিতে এবং গণমাধ্যমকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে তাঁদের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে।’

এসএ