ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ২৮

ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৮ জন।
শনিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রমুখ স্বামী মাহরাজ শতাব্দি মহোৎসব থেকে ফেরার পথে যাত্রী বোঝাই বাসটির চালক হার্ট অ্যাটাক করলে একটি টয়োটা কারের সাথে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। আর কারটিতে থাকা ৯ জনের মধ্যে আটজনই মারা যান। বাসের ২৮ যাত্রী আহত হয়। তাদের ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্র: এনডিটিভি
আইকে