ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


তুরস্কে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭


১ জানুয়ারী ২০২৩ ০০:১৩

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার একটি কাবাবের রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেআরও ৫ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এবিসি নিউজের।

কাবাবের রেস্তোরাঁটিতে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা— তা এখনও স্পষ্ট নয়।

তবে গ্যাসের সিলিন্ডার লিকেজের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির গভর্নর হুসেইন আকসোয়ে।

এদিকে রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন।

তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইটবার্তায় জানিয়েছেন, বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

আইকে