ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


ক্যাসিনোয় আগুনে ১০ জনের মৃত্যু


৩০ ডিসেম্বর ২০২২ ০২:২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার একটি হোটেলের ক্যাসিনোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। দগ্ধ হয়েছেন আরও ৩০ জন।

বুধবার থাই সীমান্তবর্তী শহর পয়পেটে ঘটে এ দুর্ঘটনা।

দেশটির পুলিশ জানায়, জনপ্রিয় হোটেল ও ক্যাসিনো গ্র্যান্ড ডায়মন্ড সিটিতে স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে লাগে আগুন।

প্রাথমিক তদন্ত বলছে, ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। কার্পেটের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতেও।আগুন নিয়ন্ত্রণে রাতভর ফায়ার সার্ভিসের অভিযান চলে। প্রতিবেশী থাইল্যান্ড থেকেও পাঠানো হয় অগ্নি নির্বাপক যন্ত্র, গাড়ি ও কর্মী।

আইকে