ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নেতাকে দেখার জন্য হুড়োহুড়ি, ড্রেনে পড়ে নারীসহ নিহত ৮


২৯ ডিসেম্বর ২০২২ ২৩:২৩

ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে এক পলক দেখার জন্য হুড়োহুড়ির সময় সিমেন্টের একটি রেলিং ভেঙে ড্রেনে পড়ে এক নারীসহ আটজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়াও এ সময় আহত হওয়া কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার রাজ্যটির নেলোর জেলার কান্দুকুর শহরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বুধবার ‘ইদেমি খরমা মান রাষ্ট্রনিকি (কেন আমাদের রাজ্য এই ভাগ্যের মুখোমুখি?)’ প্রচারণার অংশ হিসাবে রাজ্যটির নেলোর জেলার কান্দুকুর শহরে রোড শোর আয়োজন করেন। কিন্তু নাইডু সন্ধ্যায় সেখানে পৌঁছানোর পর তাকে এক পলক দেখার জন্য হুড়োহুড়ি বেঁধে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভিড়ের মধ্যে সিমেন্টের একটি রেলিং ভেঙে যায় এবং পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খোলা ড্রেনে অনেকে পড়ে যান এবং এতে আটজন মারা যান। এ ছাড়া আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ মর্মান্তিক ঘটনার পর অবিলম্বে সভা বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। পরে তিনি হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

এসময় মৃতদের আত্মীয়দের জন্য তিনি ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দেন।

আইকে