ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


দাম বেধে দেয়া দেশগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করবে না রাশিয়া


২৯ ডিসেম্বর ২০২২ ০২:০৯

মূল্য বেধে দেয়া দেশ-প্রতিষ্ঠানগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করবে না রাশিয়া।

মঙ্গলবার এ বিষয়ক ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ডিক্রিতে বলা হয়, পাঁচ মাস বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে জুলাই পর্যন্ত। একমাত্র প্রেসিডেন্ট পুতিন বিশেষভাবে নির্দেশ দিলেই নিষিদ্ধের তালিকায় থাকাদের মধ্যে বিপদগ্রস্ত দেশকে সরবরাহ করা হবে জ্বালানি।

সেপ্টেম্বরে ধনী দেশগুলোর জোট- জি সেভেন, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন তেলের মূল্য বেধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

সে অনুসারে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ব্যারেলপ্রতি ৬০ ডলারের বেশি দিবে না কেউ।

আইকে