ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ইরান এখন রাশিয়ার ‘শীর্ষ সামরিক সহযোগী’, দাবি যুক্তরাষ্ট্রের


১১ ডিসেম্বর ২০২২ ২২:১২

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‌‘রাশিয়া নজিরবিহীন মাত্রায় ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। উভয় দেশ যৌথ উদ্যোগে প্রাণঘাতী ড্রোন তৈরির কথাও বিবেচনা করছে।’

যুক্তরাষ্ট্রের কাছে থাকা কিছু প্রতিবেদনের বরাতে তিনি এসব কথা বলেন। রাশিয়া ও ইরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিষয়টি সম্প্রতি সামনে আসায় এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

জন কিরবি আরো বলেন, ‘ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থকে পরিণত হয়েছে। ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে হামলা করতে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে। ফলে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুিবহীন হয়ে পড়েছে। ঘর উষ্ণ রাখতে পারছে না। এমনকি জরুরি সেবা থেকেও বঞ্চিত হচ্ছে তারা।’

তবে প্রাথমিকভাবে রাশিয়ায় ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছিল ইরান। অবশ্য পরে দেশটি স্বীকার করেছে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগে তারা মস্কোকে কিছু অস্ত্র সরবরাহ করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রের এমন মন্তব্য যাচাইয়ে বিবিসির প্রশ্নের উত্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানান, ইরান রাশিয়ার প্রধান সামরিক সহযোগী দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। দেশ দুটির মধ্যকার সম্পর্ক আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলেছে।

জেমস ক্লেভারলি আরো বলেন, রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি ইরানের সমর্থন আগামী মাসে আরো বাড়বে। কারণ, মস্কো শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ আরো অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে।

আইকে