ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


আশুলিয়ায় থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক


১ জুলাই ২০২৫ ১৬:৫১

সংগৃহীত

ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে, ৩০ জুন সোমবার আশুলিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে, জামগড়া এলাকা থেকে মোঃ শরীফ শেখ ওরফে মুন্না শেখ (২৫) পিতা মৃত ইব্রাহিম শেখ, সাং বল্লারটোপ, থানা,ও জেলা নড়াইল। বর্তমানে পূর্ব জামগড়া গজ গলি জনৈক খাঁজার বাড়ির ভাড়াটিয়া, এ সময় তার কাছ থেকে জব্দকৃত,

১। একটি ৭.৬৫ বোরের পুরাতন পিস্তল,

২। একটি পুরাতন ম্যাগজিন, যার ভিতরে স্পিংযুক্ত দেই) রাউন্ড ৭.৬৫ গুলি ভর্তি আছে,

৩। একটি ১২ ইঞ্চি ষ্টেইনলেস স্টীলের ধারালো চাপাতি,

৪। একটি লোহার তৈরি ১৯ ইঞ্চি লম্বা ধারালো দা,

৫। একটি লোহার তৈরি 22 ইঞ্চি লম্বা দ্বি-মাথা ধারালো ভাইকিং কুড়াল,

৬। একটি লোহার তৈরি ১৪.৫ ইঞ্চি লম্বা ধারালো ছুরি,

৭। একটি লোহার তৈরি ১০ ইঞ্চি লম্বা ধারালো ছুরি, ৮। একটি ৪৫ ইঞ্চি মোটরযানের পুরাতন চেইন,

৯। একটি লোহার তৈরি ২৬ ইঞ্চি লম্বা কালো কভারযুক্ত পাইপসহ গ্রেফতার করেন পুলিশ। যার মামলা নং ১০৩, ৩০/০৬/২০২৫ ইং ধারা-19A, The Arms Act. 1878 মূলে আজ থাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার ঘটনার সাথে জড়িত পলাতক আসামী ২। মোঃ স্বপন (৩৪), ৩। বাবু ওরফে কালা বাবু (৩৫), ৪। জুনায়েদ হোসেন ওরফে জুনু (২২) দের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাহারা অবৈধ অস্ত্র প্রদর্শন করিয়া, বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি করে থাকে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।