ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


কলকাতার রেল স্টেশনে ভয়াবহ আগুন


১৩ অক্টোবর ২০১৮ ২২:০০

ফাইল ছবি

ভারতের কলকাতা শহরের শিয়ালদহ রেলওয়ে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিকিট কাউন্টার সংলগ্ন একটি স্টোর রুম থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোরে শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের দিকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণ পরই দেখা যায় আগুনের লেলিহান শিখা।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছেন অগ্নি বিশ্লেষকরা।

এমএ