ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ড


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৫

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময় আটক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।  
 
সোমবার (৩ সেপ্টেম্বর) ইয়াঙ্গুনের উত্তরাঞ্চীয় জেলা জজ আদালতের বিচারক ইয়ে লুইন এ রায় দেন। তারা দু’জনই মিয়ানমারের নাগরিক।
 
মিয়ানমারে গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড। ইয়াংগুন শহরের উপকণ্ঠে পুলিশের নিমন্ত্রণে রয়টার্সের দুই সাংবাদিক। এরপর তাদের আটক করা হয়। 
 
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে বিষয়টা মিয়ানমারের গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। তবে শুরু সাংবাদিকরা বলেন তাদের ফাঁদে ফেলা হয়েছে।
 
রয়টার্সের এডিটর-ইন-চিফ অ্যাডলার জানান, মিয়ানমার, রয়টার্সের সাংবাদিক ওয়ালোন ও কিয়াউ সোয়ে এবং যেকোনো স্থানের সংবাদমাধ্যমের জন্য এটা দুঃখের দিন।
 
রাখাইনে গণমাধ্যমের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সরকার। এ কারণে ওই অঞ্চল থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কষ্টসাধ্য।
 
আরআইএস