ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২১

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে ৫ দিনব্যাপী সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে শুরু হবে আজ বিকালে।

মহাপরিচালক পর্যায়ে এ সীমান্ত সম্মেলন ৩ সেপ্টেম্বর ( সোমবার)নয়াদিল্লির বিএসএফের চাওলা ক্যাম্পে স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হয়ে ৮ সেপ্টেম্বর (শনিবার) শেষ হবে। ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এতে অংশ নেবে যার নেতৃত্বে থাকবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

অপরদিকে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উক্ত সম্মেলনে অংশ নেবে। ৭ সেপ্টেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে।

এতে বিজিবির ও বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


সীমান্ত সম্মেলন উপলক্ষে উভয় দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো সুসংহত করার লক্ষ্যে এ সম্মেলন ।

এবারের সম্মেলনের গুরুত্ব পাবে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহত হওয়ার ঘটনা, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার, দুপাশে একই ধরনের গ্যালারি নির্মাণ, সীমান্তে , ক্রাইম ফ্রি জোন এর আওতা বৃদ্ধি, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপসমূহ।

সীমান্ত সম্মেলন উপলক্ষে ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসএমএন