ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


ছিনতাইকারীকে রুখে দেওয়া তরুণীর সাহসিকতার ভিডিও ভাইরাল


৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫২

ছিনতাইকারীকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বদরপুরের এক তরুণী। ফলে মোবাইল ছাড়াই ছিনতাইকারী পালিয়ে যেতে বাধ্য হন।

ওই এলাকার একটি গোপন ক্যামেরায় (সিসিটিভি) রেকর্ড হয়ে যায় ঘটনাটি। ইতোমধ্যে মোবাইল রক্ষায় তরুণীর সাহসিকতার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

১৪-সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ফোন ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারীর হাত সর্বশক্তি দিয়ে চেপে ধরেন ওই তরুণী। এতে কোনো কূল কিনারা না পেয়ে পাল্টা তরুণীটিকে আঘাত করেন ওই ব্যক্তি। তরুণীকে কয়েকটি ঘুষিও মারেন। এতেও তিনি ছেড়ে দেননি ছিনতাইকারীর হাত। ধস্তাধস্তির একসময় ছিনতাইকারীর পায়ের সেন্ডেল খুলে যায়। তখন ছিনতাইকারী ভয়ংকরভাবে তরুণীকে আঘাত করেন। তরুণীর কাঁধে সজোরে ঘুষি মারেন। এর পরপরই ক্যামেরার ফ্রেম থেকে বাইরে চলে যান তারা।

পুলিশ জানায়, ঘটনাটি গত ৪ সেপ্টেম্বর ঘটে। রাত সাড়ে ১১টার দিকে তারা ফোনকল পান। ঘটনাস্থলে পৌঁছানোর আগে ওই ব্যক্তি পালিয়ে যান। সংঘর্ষের সময় ফোনটি ছিটকে পড়ায় ওই ব্যক্তি তা আর নিতে পারেননি।

এ ঘটনায় মামলা করা হয়েছে এবং ভিডিওতে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

সূত্র : এনডিটিভি