ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


নেপালের ত্রিভুবন বিমানবন্দরে আবারো দুর্ঘটনা


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪২

ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং মালয়েশীয় বিমানের পর আবারো আরেকটি বিমান দুর্ঘটনায় গতিহীন হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর।
কর্মকর্তারা রোববার (২ সেপ্টেম্বর) জানিয়েছেন, অভ্যন্তরীন রুটের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে পিছলে যাওয়ার পর দেশটির এ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম প্রায় ১১ ঘণ্টা বিরত ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জেটস্ট্রিম-ফোরটিওয়ান ওই বিমানটিতে ২১ জন যাত্রী ছিল। নেপালের দক্ষিণের নগরী নেপালগুঞ্জ থেকে শনিবার রাত ১০টার দিকে উড়োজাহাজটি কাঠমান্ডু পৌঁছায়।

ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় রানওয়ের পাশে তৃণভূমিতে গিয়ে কাদায় আটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। সেই সাথে বিমান উঠা-নামার কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিমানটি সরানোর পর সোমবার সকাল ৮টা থেকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। নেপালের একমাত্র আন্তর্জাতিক এ বিমানবন্দরটি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর মধ্যে একটি ।

এর আগে গত মার্চে এ বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন যাত্রী নিহত হয়।

পরের মাসেই মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে পিছলে যায়। উড়োজাহাজটিতে ১৩৯ আরোহী ছিলেন।

এসএমএন