সাত তাইওয়ানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো চীন

তাইওয়ানের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
বেইজিং বলছে, তারা (তাইওয়ানের এই কর্মকর্তারা) স্বশাসিত দ্বীপটির স্বাধীনতায় সমর্থন দিয়েছে।
আল জাজিরার খবরে অনুযায়ী, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। জোরপূর্বক হলেও গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তারা চীনের সঙ্গে যুক্ত করতে চায়। এর ফলে তাইওয়ানের এই কর্মকর্তারা চীনের মূলভূখণ্ড, হংকং এবং ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবে না, চীনের কর্মকর্তাদের সঙ্গেও তারা কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাতজনের যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রতিনিধি বি-খিম সাও রয়েছেন।