ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


তাইওয়ানে মার্কিন প্রতিনিধি, আবারও উত্তেজনা


১৬ আগস্ট ২০২২ ০৮:০২

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই অঘোষিত সফরে রোববার তাইওয়ান আসে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল।

তাইওয়ানে অবস্থিত আমেরিকান ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, সিনেটর এড মার্কি ,জন গারামেন্ডি, অ্যালান লোভেন্থাল, ডন বেয়ার ও কোলম্যান রাডওয়াগেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৃহত্তর সফরের অংশ হিসেবে ১৪ ও ১৫ আগস্ট তাইওয়ান সফর করবেন। সেই অনুযায়ী তাইওয়ান আসে পাঁচজনের এই মার্কিন দলটি।

আর তাদের এই সফর ঘিরে নতুন করে ফের উত্তেজনা দেখা দিয়েছে তাইওয়ান প্রণালিতে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সফরের প্রতিবাদে সোমবার ফের তাইওয়ানের কাছে সামরিক প্রশিক্ষণ চালিয়েছে চীন।

সামরিক প্রশিক্ষণ শেষে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া তাইওয়ানের স্বাধীনতাপন্থিদের এবং বিদেশী হস্তক্ষেপ রুখতে কাজ করছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কুইয়ান বলেছেন, চীনের লিবারেশন আর্মি যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিচ্ছে, সার্বভৌমতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়। এবং তাইওয়ানের স্বাধীনতাপন্থিদের গুঁড়িয়ে দেওয়া এবং বিদেশী হস্তক্ষেপ বন্ধ করতে কাজ করছে।

তাছাড়া তাইওয়ানের বর্তমান শাসক এবং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র এবং ডিপিপি-কে (তাইওয়ানের সরকারি দল) হুশিয়ারি দিয়েছি: তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকানোর চিন্তা ব্যর্থ হবে।

সূত্র: এএফপি