ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


৩ স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, নারীসহ আটক ৪


১২ আগস্ট ২০২২ ২২:৩৯

ভারতের দিল্লির রোহিণী এলাকায় তিন ছাত্রীকে অপহরণের পর পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে, গত ৬ আগস্ট মসজিদ মঠ এলাকার এক বাসিন্দা ডিফেন্স কলোনি থানায় গিয়ে অভিযোগ করেন যে, তার মেয়ে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সেদিন ওই ছাত্রী স্কুলেই যায়নি। একই দিনে আরও দুই ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। এরপরই তদন্ত জোরদার করে পুলিশ।

নিখোঁজ ছাত্রীদের পরিবার ও সহপাঠীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পরে কারোল বাগ এলাকায় নিখোঁজ ছাত্রীদের সন্ধান পাওয়া যায়। উদ্ধার করার পর ওই ছাত্রীরা ঘোটা ঘটনা জানায়।
তারা জানায়, তাদের বন্দি করে রেখে ধর্ষণ করা হয়েছে। কোনওভাবে পালিয়ে এসেছে তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মানবপাচার চক্রের হদিস পায়। গ্রেফতার করা হয় লাল শর্মা, সন্দীপ, রুকসানা ও জ্যোতিকে।