ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


তাইওয়ানের পর দ. কোরিয়া সফরে ন্যান্সি পেলোসি, যাবেন উ. কোরিয়ার সীমান্ত এলাকায়ও


৫ আগস্ট ২০২২ ০৫:২৯

তাইওয়ানের পর এবার দক্ষিণ কোরিয়া সফর করছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার (৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ করেন পেলোসি।

বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। পেলোসি দক্ষিণ কোরিয়ার স্পিকার কিম জিন পিয়ো এবং পার্লামেন্টের অন্যান্য সিনিয়র সদস্যদের সাথে বৈঠক করেন। এ সময় তাদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ু বিষয়ক ইস্যুতে আলোচনা হয়।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সাথে সীমান্ত থাকা একটি এলাকা পরিদর্শন করার কথা রয়েছে ন্যান্সি পেলোসির। এরপর জাপানের উদ্দেশে রওয়ানা হবেন মার্কিন স্পিকার।

এর আগে, চীনের তীব্র আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেন পেলোসি। এতে ক্ষুব্ধ হয়ে তাইওয়ানের সমুদ্র এলাকাজুড়ে সামরিক মহড়া শুরু করেছে চীন। ভূখণ্ডের ১২ মাইল এলাকাজুড়ে এই মহড়া পরিচালিত হবে।

তবে হুমকি-হুঁশিয়ারি রুখতে নিজেদের সীমান্তে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে তাইওয়ানও। জানিয়েছে, চীনের যুদ্ধযান আকাশসীমা লঙ্ঘন করলেই গুণতে হবে চরম মূল্য। প্রেসিডেন্ট সাই’র অভিযোগ, তাদের ওপর সাইবার অ্যাটাক চালানো হয়েছে।

সূত্র: রয়টার্স।