রোগীর মৃত্যুর পর দিল্লির হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের মারধর

রোগীর মৃত্যু ঘিরে তাণ্ডব চলল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউ বেড না পাওয়ার অভিযোগে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে হামলা চালান রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসকসহ একাধিক স্বাস্থ্যকর্মীকে মারধর করা হয়েছে। ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
মঙ্গলবার এক অসুস্থ নারীর জন্য হন্যে আইসিইউ বেড খুঁজছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু আইসিইউ বেড মেলেনি। পরিবর্তে তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়। তারপরই হিংস্র হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে তাণ্ডব চালানো হয়।
সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক ব্যক্তিকে লাঠি হাতে হাসপাতালের কর্মীদের তাড়া করতে দেখা গেছে। হাসপাতালের ভেতরের একটি ছবিও (সত্যতা যাচাই করা যায়নি) ছড়িয়ে পড়েছে। সেখানে হাসপাতালের মেঝেতে রক্তের দাগ পড়ে থাকতে দেখা যায়।
পরে বিকালের দিকে হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সকালের দিকে এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা জটিল ছিল। দ্রুত তার চিকিৎসা করা হয়। কিন্তু শয্যার অভাবের কারণে রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলা হয়। সকাল ৮টা নাগাদ নারীর মৃত্যু হয়। তারপরই হাসপাতালে ভাঙচুর শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা। মারধর করা হয় হাসপাতালের কয়েকজন চিকিৎসকসহ একাধিক স্বাস্থ্যকর্মীকে। পরে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র: হিন্দুস্তান টাইমস