ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


শান্তিকামী মাওলানা ওয়াহিদ উদ্দিন খান আর নেই


২২ এপ্রিল ২০২১ ২০:০২

তাফসির তাজকিরুল কোরআনের লেখক ও প্রখ্যাত ভারতীয় আলেম শান্তিকামী হিসেবে পরিচিত মাওলানা ওয়াহিদ উদ্দিন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২১ এপ্রিল) রাতে রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। গত ১২ এপ্রিল মাওলানা ওয়াহিদের করোনা সংক্রমণ শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে জাফারুল ইসলাম খান দিল্লিভিত্তিক মিল্লি গেজেট পত্রিকার সম্পাদক। তিনি দিল্লির মাইনরিটি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। ছোট ছেলে সানিইয়াসনাইন খান ভারতের টেলিভিশন উপস্থাপক ও শিশু সাহিত্যিক। ১৯২৫ সালে ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ে মাওলানা ওয়াহিদ উদ্দিন খান জন্মগ্রহণ করেন। ভারতে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের জানুয়ারিতে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্ম বিভূষণ পদক দেয়া হয়।