ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


করোনায় আক্রান্ত হয়ে কংগ্রেস প্রার্থী রেজাউলের মৃত্যু


১৬ এপ্রিল ২০২১ ০৩:৫১

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভোটের আগেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের এক প্রার্থী। বৃহস্পতিবার সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক নামের ওই প্রার্থীর মৃত্যু হয়।

আগামী ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জিনিউজের খবরে বলা হয়, বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। এদিন রাত সাড়ে ১২টা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রেজাউল ওরফে মন্টু বিশ্বাস। করোনা পরীক্ষা হয় তার। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।