ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত


৪ এপ্রিল ২০২১ ১৯:৫৬

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে তিনি জানান, শরীরে কিছুটা জ্বর থাকলেও তিনি মনোবল চাঙ্গা রেখেছেন। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকেই রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন।

এ বছরের শুরুর দিকে রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ফাইভ নিয়েছিলেন আলবের্তো।

আর্জেন্টিনায় এখন পর্যন্ত প্রায় ২৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত ও ৫৬ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।