ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


করোনামুক্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী


৩১ মার্চ ২০২১ ১৮:০৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাস থেকে পূর্ণাঙ্গভাবে মুক্ত হয়েছেন। দেশটির অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর।

মঙ্গলবার দেশটির সিনেটর ফয়সাল জাভেদ খানের এক টুইটের বরাতে পত্রিকাটি জানায়, প্রধানমন্ত্রী আস্তে আস্তে কাজ শুরু করেছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী নিয়মিত নিচ্ছেন। একই সঙ্গে জাতীয় আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করছেন তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেয়ার দুইদিন পরে ২০ মার্চ পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। এর পর তার স্ত্রী বুশরা মানেকার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তের পর তারা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।