ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


প্রথম দফার ভোটে ২৬ আসনে জিতবো: অমিত শাহ


২৯ মার্চ ২০২১ ০১:৪৪

বিজেপির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ৩০টি আসনের মধ্যে বিজেপি অন্তত ২৬ আসন পাবে। শুধু তাই নয়, বিজেপির জয়ের ব্যবধানও বাড়বে।

রবিবার দিল্লিতে দলের সদর দফতরে জানালেন অমিত শাহ এসব দাবি করেন।

প্রথম দফায় রক্তপাতহীন নিরপেক্ষ নির্বাচন হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এ বিজেপি নেতা। এদিন তিনি ফের বলেন, পশ্চিমবঙ্গে ২০০- এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতার যে ছবি দেখা যায় তা প্রথম দফায় দেখা যায়নি। কোথাও কোনো খুন হয়নি। গুলি চলেনি। বোমা পড়েনি। প্রথম দফায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে রাজ্যে। সেজন্য কমিশনকে ধন্যবাদ জানাই।

পাশাপাশি তৃণমূলের সমালোচনা করতে ভুলেননি তিনি। তিনি বলেন, আসলে ভোটে কারচুপি করতে পারেনি ওরা। এটাই ওদের অভিযোগ। কিন্তু সেটা খোলাখুলি বলতে পারছে না।